ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হাই স্কুলের ২ পদে নিয়োগ বানিজ্যের অভিযোগ

সিরাজগঞ্জে হাই স্কুলের ২ পদে নিয়োগ বানিজ্যের অভিযোগ

সিরাজগঞ্জ সদর উপজেলার শহীদ আহসান উল হাবিব হাই স্কুলের ২টি পদে নিয়োগ পরীক্ষার আগেই নিয়োগ বানিজ্যর অভিযোগ করে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। ওই স্কুলের অফিস সহায়ক পদে পদপ্রার্থী আবু হানিফ এ অভিযোগ করেন। অভিযোগে প্রকাশ, উক্ত স্কুলে অফিস সহায়ক ও পরিচ্ছন্ন কর্মী ২টি পদে নিয়োগ প্রদানের জন্য গত ১৬ জুলাই ২০২৩ইং তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এ বিজ্ঞপ্তি প্রকাশের যোগ্যপ্রার্থীরা ওই ২টি পদে আবেদন করেন। ওই স্কুলের নিয়োগ কমিটির সভাপতি, সদস্য সচিব এ ২টি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করেন আগামী ৯ জানুয়ারী ২০২৪ইং। এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই নিয়োগ কমিটি অফিস সহায়ক পদে প্রার্থী ওমর ফারুক (রেজাউল) ও পরিচ্ছন্ন কর্মী পদে শামীম রেজা নামে ২ জনের কাছ থেকে বিপুল টাকা নিয়োগ বাণিজ্যে করা হয়েছে। এ নিয়োগ বাণিজ্যের ঘটনা এলাকায় ফাঁস হয়ে পড়ে। ওই অভিযোগকারী অফিস সহায়ক পদপ্রার্থী আবু হানিফ আলোকিত বাংলাদেশকে বলেন, নিয়োগ বাণিজ্যে নয়। মেধাভিত্তিতে নিয়োগ দেয়ার জন্য বৃহস্প্রতিবার জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে এই অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে ওই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মতিন বলেন, সদস্য সচিব ও আমার বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ সত্য নয়। সরকারি বিধিমতে এ নিয়োগ দেয়া হবে এবং আগামী ৯ জানুয়ারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

অভিযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত